



#মালবাজার: উত্তরবঙ্গের ডুয়ার্সে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। মাঝেমধ্যেই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অথচ খোলা বাজারে কিম্বা রাস্তায় মানুষের মধ্যে উধাও হয়ে গেছে সামাজিক দূরত্ব। মাক্স ছাড়াই বহু মানুষ বাজারে বেচাকেনা করছে। ফোনের সুইজ অন করলেই প্রতি মুহুর্তে মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হচ্ছে। অথচ মানুষের সচেতনতা নিয়ে উদ্বিগ্ন অনেকেই।
শুধু হাটবাজার নয়, শুক্রবার মালবাজার শহরে এক রাস্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দেখা গেল বেজায় ভীড় ও লম্বা লাইন। লাইনের বেশির চাবাগানের শ্রমিক। লাইনে নেই কোন সামাজিক দূরত্ব। বেশির ভাগ মানুষের মুখে মাক্স নেই। থাকলেও গলার কাছে নেমে এসেছে। এ দৃশ্য দেখে এক গ্রাহক সুব্রত চৌধুরী বলেন, প্রতিদিন শহরে এবং আসেপাশের এলাকায় সংক্রমিতের সংখ্যা বাড়ছে। গত বৃহস্পতিবার ক্রান্তির এক বাসিন্দার শিলিগুড়িতে মৃত্যু হয়েছে।
বুধবার মালবাজার শহরের একজন মারা গেছেন। অথচ কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এভাবে তো সংক্রমণ ছড়াবে। প্রশাসনকে বিষয়টি দেখা উচিত। ব্যাংক নয়, রেশন দোকানের সামনেও ভীড় ও লাইন দেখা গেছে। সবার মধ্যে ধারনা যে বিষয়টি মারাত্মক কিছু নয়। সংক্রমিতদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছে।
