



#ইসলামপুর: চোপড়া কাণ্ডের ঠিক ষাট দিন পর মুক্তি পেলো মৃত কিশোরীর বাবা ও দুই দাদা। চলতি বছরের ১৯ জুলাই এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চোপড়ায় রণক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। জ্বালানো হয়েছিল একের পর এক সরকারি বাস ও অন্যান্য গাড়ি। পুলিশের উপর হামলা করেছিল উত্তেজিত জনতা। অবরোধ হয়েছিল রাজ্য এবং জাতীয় সড়ক। এরপরই চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল চোপড়ায়।
এই ঘটনার পরই একই জায়গায় থেকে উদ্ধার হয়েছিল এক কিশোরের মৃতদেহ। মৃত কিশোরের পরিবারের অভিযোগে চোপড়া থানার পুলিশ ওই কিশোরীর বাবা ও দুই দাদাকে গ্রেপ্তার করেছিল। এদিন ঘটনার ঠিক ষাট দিন পর মুক্তি পেলেন তাঁরা। সরকারি আইনজীবী মুখতার আহমেদ জানান, এদিন ইসলামপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শর্ত সাপেক্ষ এবং ডিটেনশন গ্রাউন্ডে জামিন মঞ্জুর করেন।
