



#ইসলামপুর: এই সংকটের মুহূর্তে রক্তদান শিবিরের আয়োজন করল যৌথ ভাবে ইসলামপুরের উপশম নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থা এবং লোরেল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। শনিবার ইসলামপুর ডরমিটরি হলে আয়োজিত এই শিবিরে কুড়ি জনের উপরে স্বেচ্ছায় রক্ত দান করেন বলে জানান আয়োজকদের পক্ষে শংকর মজুমদার। তিনি বলেন, প্রতিবছরের মতো এবছরও তারা এই ধরনের সামাজিক কর্মসূচি নিয়েছেন। সংগৃহীত রক্ত এদিন ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে তুলে দেওয়া হয়।
এদিন ওই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ইসলামপুরের বিশিষ্ট সমাজকর্মী মানিক দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্পিতা দত্ত, সম্পা শেঠ, মেহেদী হেদায়েতুল্লা প্রমূখ। উপশম সমাজকল্যাণমূলক সংস্থার সম্পাদক রঞ্জন সাহা জানান, প্রতিটি সমাজকল্যাণমূলক সংস্থার কর্তব্যের মধ্যে পড়ে রক্তদান শিবির আয়োজন করা। তারাও সে দায়িত্ব পালন করতে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। এভাবেই প্রতিটি সংস্থা এগিয়ে এলে অবিলম্বে রক্ত সংকট দূর হবে হাসপাতাল থেকে।
