



উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ১৫ আগস্টের দিনে হলদিবাড়ির বর্ডার আউট পোস্ট খালপাড়া তে এসেছিলেন উত্তরবঙ্গ বিএসএফ এর আইজি সুনীল কুমার ত্যাগী, এবং ডিআইজি প্রাথমিক শিক্ষা পরশুরাম, খাল পাড়াতে এসে তারা ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যে ৩ জন জোয়ান শহীদ হয়েছিলেন তাদের শহীদ বেদীতে মাল্যদান করেন। এবং করণা মোকাবিলায় কি করনীয় তা বিএসএফ জওয়ানরা সাধারণ মানুষকে দেখান এবং বাজার হাটে কি করে করোনা মোকাবেলা করে বাজার করতে হবে সেগুলো পরিবেশন করেন।
পাশাপাশি বিএসএফের পক্ষ থেকে এ দিন বিভিন্ন আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয় সাধারণ মানুষকে অবগত করানো জন্য। আইজি বি এস এফ জানান ১৯৭১ সালে এই বি পি ও টিতে একটি মর্টার এসে পরে ছিলো পাকিস্তানের ছোড়া, যার আঘাতে তিন জন শহীদ হয়েছিলেন আজকে সেই শহীদ বেদীতে মাল্যদান করা হল স্বাধীনতা দিবসের দিনে এবং আমরা এই শহীদ বেদীটিকে বিউটিফিকেশন করব, রাজ্য সরকার ১২ লক্ষ টাকা আমাদের দিচ্ছে বিউটিফিকেশন এর জন্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ এর বিধায়ক অর্ঘ্য রায় প্রদান সহ বিএসএফের সেক্টর আধিকারিকরা।
