News Britant

বিধানসভা ভোটের আগে যাদবপুরের মানুষের কাছে পৌঁছাতে সিপিআইএমের নতুন কৌশল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কলকাতাঃ যাদবপুর বিধানসভা ধরে রাখতে অনেক আগেই জনসংযোগ শুরু করেছে বামেরা। ২০২১ এর কথা মাথায় রেখে কলকাতার একমাত্র বিধানসভার আসনটি ধরে রাখতে মরিয়া বামেরা। লকডাউনে শ্রমজীবী ক্যান্টিনের মাধ্যমে প্রতিদিন সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিয়ে মানুষের সাড়া পেয়েছিল বামেরা।

এবার আনলক পর্বে যাদবপুরের বাসিন্দাদের সস্তায় আনাজ তুলে দিয়ে নতুন ভাবে জনসংযোগের কৌশল নিল বামেরা।  রবিবার সিপিএমের তরফ থেকে যাদবপুরে চালু  হল শ্রমজীবী বাজার। বামেদের এই বাজারে অনেকটাই কম মূল্যে শাক-সব্জী পাওয়া যাচ্ছে। দলের স্বর্গীয় দিপাঞ্জন মিত্রর নামে শ্রমজীবী বাজারের নামকরণ করা হয়েছে। রবিবার বাজারের উদ্বোধনে উপস্থিত ছিলেন সিপিম নেতা সুজন চক্রবর্তী।

শ্রমজীবী বাজারের বিষয়ে যাদবপুরের সিপিএম বিধায়ক বলেন  এইরকম উদ্যোগ আগেও তারা নিয়েছে। আগে বামেরা  শ্রমজীবী ক্যান্টিন চালু করেছে। এবার শ্রমজীবী বাজার চালু করলাম। মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার অপদার্থ।  সাধারন মানুষ কিভাবে খাবে তানিয়ে ভাবছেনা। তবে বিধানসভার ভোটের দিকে তাকিয়ে এমন কর্মসূচী নেওয়া হয়নি বলে জানালেন সুজন চক্রবর্তী।

মানুষের মধ্যে পৌঁছাতে রাজ্যের শাসক দল পিকের হাত ধরেছে। বিজেপিও সোস্যাল মিডিয়াকে ব্যাবহার করে মানুষের কাছে যাবার চেষ্টা চালাচ্ছে। সেইদিক থেকে বামদের মানুষের কাছে পৌঁছানোর এমন রনকৌশল তারিফ করেছেন যাদবপুরের সাধারন মানুষ।

 

News Britant
Author: News Britant

Leave a Comment