News Britant

মেধাবী মাইনুরকে সংবর্ধনা জানিয়ে আজীবন পাশে থাকার বার্তা ফাউন্ডেশনের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ হাই মাদ্রাসার পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থানাধীকারী মাইনুর খাতুনকে সংবর্ধনা জ্ঞাপন করল রায়গঞ্জের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডাঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশন। এদিন কন্যাশ্রী দিবসে তার সাথে দেখা করে তাকে সংবর্ধিত করা হয়।

ডাঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় যে, ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে রায়গঞ্জের ডাঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশন এক দরিদ্র ও মেধাবী কন্যার পাশে দাঁড়ালো। রায়গঞ্জ ব্লকের বাংলা-বিহার সীমান্ত গ্রাম ঝিটকিয়ার মেয়ে মাইনুর খাতুন, এবছর হাই মাদ্রাসার পরীক্ষায় শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে।

তার বাবা মনসুর আলি এবং মা নার্গিস খাতুন দিল্লিতে পরিযায়ী শ্রমিক। লকডাউনের কারণে বর্তমানে তারা কর্মহীন। মাইনুর ঝিটকিয়ায় প্রতিবেশীর বাড়িতে থেকে পড়াশোনা করে। প্রচন্ড আর্থিক অনটন সত্ত্বেও মাইনুর আজ আমাদের সকলের কাছে আদর্শ এবং  ‘কন্যারত্ন’। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। যদিও সে জানেনা, প্রচন্ড অভাবের মধ্যে থাকায় তার স্বপ্নপূরণ হবে কিনা।

রায়গঞ্জের ডাঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের সদস্যরা ঝিটকিয়ায় পৌঁছে তাকে আশ্বাস দিয়ে বলেন, ‘হাল ছেড়ো না, তোমার স্বপ্ন পূরণ হবেই, আমরা সবাই তোমার পাশে আছি।’ ডাঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের দুই সহ সভাপতি ডাঃ অনিন্দ্য ব্রহ্ম এবং অ্যাডভোকেট দুলাল কুন্ডু মাইনুরের হাতে পুস্পস্তবক এবং কাগজ, কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী তুলে দিলেন।

ডাঃ অনিন্দ্য ব্রহ্ম জানিয়েছেন, মাইনুরের যখনই যা শিক্ষা সামগ্রী প্রয়োজন হবে, আমাদের জানালে, আমরা সব তাকে পৌঁছে দেবো। ডাঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাইনুর এবং তার বাবা-মা।

News Britant
Author: News Britant

Leave a Comment