



#মালবাজার: ওদলাবাড়ি হুশেনিয়া সোশাল ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে আজ ওদলাবাড়ি হিন্দি স্কুল এলাকায় মহরম পালিত হচ্ছে। গত কাল মহরম হলেও সরকারি ভাবে আজ ছুটি ঘোষণা করায় এদিন পালিত হচ্ছে মহরম। ওদলাবাড়ি হুসেনিয়া সোশাল ওয়েল ফেয়ার সোসাইটির সম্পাদক ফিরোজ খান বলেন, গত বছর করোনার জন্য আমরা মহরম পালন করিনি।
তবে এবছর করোনা প্রিয়োড চলছে। তাই এবছরও জৌলুশ বের করিনি আমরা। শুধু মাত্র হিন্দি স্কুল এলাকায় একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই অনুষ্ঠানে চলছে লাঠি খেলা এবং স্থানিয় যুবকেরা নানা রকম খেলা দেখাচ্ছে। আজ রাত আট টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। করোনা বিধি মেনেই চলছে মহরমের এই অনুষ্ঠান।
এদিন আশেপাশে এলাকা থেকে মানুষজন এই লাঠিখেলা দেখতে এসেছে। প্রশাসন এর পক্ষ থেকে হিন্দি স্কুল এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। যাতে এই মহরমে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয় সবাইকে করোনা বিধি মেনে চলতে হবে। তবে এদিন তাজিয়া নিয়ে কোন জৌলুশ বের হবে না শহরে।
