



মালবাজারঃ ডুয়ার্সের মাল পৌর এলাকায় প্রতিদিন একটি দুটি করে সংক্রমণ বাড়লেও আরোগ্যের হার যথেষ্ট ভালো বলে মাল পৌর স্বাস্থ্য দপ্তর জানা গেছে। গতকাল রাত ও আজ সকালে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে মাল পৌর এলাকায় নতুন করে ৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে ৪ জন গত ১২ আগষ্ট লালারস দিয়েছিলেন। বাকি দুই জন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ধরা পড়ে। এরা সবাই শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
মাল পৌরসভার স্বাস্থ্য বিভাগের কোওর্ডিনেটর সুপ্রতিম দাস বলেন, এই সংখ্যা নিয়ে মাল পৌর এলাকায় ১৫০ জন সংক্রামিত হয়েছে। এরমধ্যে ১১৭ জন আরোগ্য হয়ে ফিরেছে। ৩০ জন এক্টিভ। ৩ জন মারা গেছে। আরোগ্যের হার প্রায় ৭৮ শতাংশ। এদিকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের গত শুক্রবার থেকে র্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। দেখা গেছে গত জুলাই মাসের তুলনায় সংক্রমণের সংখ্যা বেশ খানিকটা কমেছে।
