News Britant

পঞ্চাশ থেকে ষাট কেজি ওজনের মাংস পেশী নিয়ে বেঁচে থাকার এক যন্ত্রণার চিত্র

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: নিজের শরীরের যত ওজন ঠিক তত ওজনের একটি বৃহৎ মাংসপিন্ড নিয়ে বেঁচে থাকতে হচ্ছে এক ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম হুরমত আলী। বাড়ি ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা দুই গ্রাম পঞ্চায়েতের আশ্রম এলাকায়। বাড়িতে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঠিকভাবে সংসার চালাতে পারছেন না তিনি। একটি ট্রাই সাইকেল নিয়ে বিহার বাংলার বিভিন্ন প্রান্তে রীতিমতন ভিক্ষে করে বেড়াতে হচ্ছে তাকে।

অনেক আগেই চিকিৎসকদের দ্বারস্থ হলেও বর্তমানে দুবেলা ঠিকভাবে খাবারই জোটে না। চিকিৎসা করাবেন কিভাবে? ফাইলেরিয়া রোগে আক্রান্ত হয়ে একটি পা ফুলে প্রায় পঞ্চাশ কেজির মতন হয়ে গেছে কিংবা তারও বেশি। তাই এখন তার শরীরের ওজন একশো কুড়ি কেজির বেশি। এভাবে বেঁচে থাকার যন্ত্রণা যে কতটা দুঃসহ তিনিই বোঝেন।

শরীরের এই বোঝা নিয়ে ট্রাই সাইকেলে করে তাই প্রতিদিন বাড়ির সদস্যরা যাতে একটুখানি খাবার খেতে পারেন তার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে তাকে। ঠিক ভাবে চলাফেরায় তার প্রতিবন্ধী সার্টিফিকেটও রয়েছে। যদিও পড়াশোনা খুব একটা নেই। তবুও সে সার্টিফিকেট থেকে এখনো পর্যন্ত তিনি কোন সুবিধাই পাননি বলেও অভিযোগ তার।

বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে অনেক জায়গাতে দৌড়ঝাঁপ করেও শরীরের ভারে বড্ড ক্লান্ত তিনি। তাই সেসব আশা তিনি ছেড়ে দিয়েছেন বলেই জানিয়েছেন। যদিও কিছু সহৃদয় মানুষ যদি তার পাশে এসে দাঁড়ান আর্থিক সহায়তা নিয়ে তবে আদৌ চিকিৎসা করিয়ে কিংবা অপারেশন করিয়ে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় কিনা, সেই চেষ্টা তিনি অবশ্যই করে দেখবেন বলেও জানিয়েছেন।

News Britant
Author: News Britant

Leave a Comment