



মালবাজারঃ শনিবার স্বাধীনতা দিবসের ভোরে নাগরাকাটা ব্লকের ভগতপুর চাবাগান থেকে বনদপ্তরের পাতা খাচায় আটকা পড়ল একটি চিতাবাঘ। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন সকালেই অবশ্য চিতাবাঘটিকে উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিরা নিয়ে যায়। জানা গিয়েছে গত একমাস ধরে এই চিতাবাঘটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল।
কখনোকারো ছাগল নিয়ে। কখনোকারো গরু তুলে নিয়ে যেত। এমনকি দিনের বেলায় প্রকাশ্যে কুকুরকে তুলে নিয়ে যেতে দেখেছে চাবাগানের বাসিন্দারা। এরপরই গত একমাস আগে চাবাগানের ১৪ নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রাখে বনকর্মিরা। এদিন ভোরে সেই চিতাবাঘটি ছাগল খেতে এসে খাচায় বন্দী হয়ে যায়। চিতাবাঘ ধরার খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষের ভীড় জমে যায়।
সেই ভীড় সরিয়ে চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পররবেক্ষন কেন্দ্রে নিয়ে যায় বনকর্মীরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বনকর্মীরা জানায় এটা পূর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ।
