



#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: ক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখে রায়গঞ্জের কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিস্তৃত রাজ্য সড়কের বেহাল অবস্থা দ্রুত মেরামতের দাবিতে জেলার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সোমবার বিকেল সাড়ে তিনটের সময় রায়গঞ্জের হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত পূর্ত দপ্তরের অফিসে হাজির হন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা।
দাবি ছিল রায়গঞ্জের রাস্তাঘাটের বেহাল দশার কারণে সাধারণ মানুষ ও ক্রেতারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। ফলে পুজোর আগে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের বিক্রি-বাট্টা। এদিনের ডেপুটেশন কর্মসূচীতে অংশ নেন সংগঠনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, সোমেন সরকার, প্রবীর পোদ্দার, অরূপ সরকার সহ অন্যান্য সদস্যরা।
রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, ‘রায়গঞ্জের রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়। এতদিন লকডাউনের কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আনলক পর্বে ধীরে ধীরে ক্রেতা সাধারণ যখন বাইরে বের হচ্ছেন, তখন মাঝে মাঝেই টোটো, বাইক রাস্তার খানাখন্দে পড়ে সাধারণ মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছেন। এর ফলে রাস্তায় বের হতে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন।
অন্যান্য বার আমরা দেখি পুজোর ঠিক আগমুহূর্তে পুরসভা বা পূর্তদপ্তর দর্শনার্থীদের কথা মাথায় রেখে রাস্তার মেরামতি করে। কিন্তু আমরা চাইছি ক্রেতাসাধারণের কথা মাথায় রেখে এবার পুজোর অনেকটা আগে রাস্তার মেরামতির কাজ শুরু করা হোক। রাজ্যসড়ক যেহেতু পূর্ত দপ্তরের অধীন, তাই আমরা আজ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমাদের দাবিদাওয়া পেশ করলাম।’
