



#ইসলামপুর: দিল্লি তথা পানিপথে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পর পুলিশের হাতে নাতে আটক পাঁচ বাংলাদেশি। রবিবার রাতে গোয়াল পুকুর থানার কোয়ালিগর সীমান্ত চৌকি সংলগ্ন এলাকা দিয়ে তারা ভারতবর্ষে প্রবেশ করে এবং স্থানীয় বিপ্রীত এলাকায় এসে দিল্লি যাবার বিষয়ে যাতায়াতের খোঁজখবর শুরু করে। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
ধৃতদের নাম যথাক্রমে মহম্মদ ফারাজ, মহম্মদ মেহবুব আলম, মতিউর রহমান, রুবেক আলী ও মহম্মদ সুমন আলী। এদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ধীরগঞ্জ এলাকায়। ধৃত পাঁচজনকে সোমবার ইসলামপুর আদালতে তোলা হয়। পুলিশি হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর।
