



#মালবাজার: সোমবার বিকাল ৩টা নাগাদ নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে মডেল ভিলেজ থেকে উদ্ধার একটি ১৪ ফুটের অজগর সাপ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দিল গ্রামবাসীরা। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানাগেছে, মডেল ভিলেজের বাসিন্দা হরিদাস উরাওয়ের একটি ছাগল হঠাৎই চিতকার করতে থাকে মাঠের মধ্যে। সেই আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন একটি বড় ছাগলকে পেচিয়ে ধরে রয়েছে বিশাল অজগর সাপ।
বাসিন্দারা কোনভাবে টানাটানি করে ছাগলটিকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে ছাগলটির প্রান বেড়িয়ে গেছে। এরপর বাসিন্দারা সাপটিকে বেধে রেখে দেয়। খবর পেয়ে বন্যপ্রান শাখার খুনিয়া রেঞ্জের বনকর্মিরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিন বিকেলেই সাপটিকে চাপরামারি জঙ্গলে ছেড়ে দেয়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, উদ্ধার হওয়া অজগর সাপটি লম্বায় ১৪ ফুট। সাপটিকে চাপরামারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সাপটি একটি বড় ছাগলকে মেরে ফেলেছে।
