



#মালবাজার: র্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হতেই মাল এলাকায় করোনা সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার নতুন করে ২৪ জনের পজিটিভ ধরা পড়ে। এদিন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ৬৮ জনের পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৪ জনের পজিটিভ ধরা পড়ে। ডাক্তার ও তার পরিবার সহ হাসপাতাল চত্তরে রয়েছে ৪ জন। ১ জন পুলিশ কর্মীর সংক্রমণ ধরা পড়েছে। ৭ জন মাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। ২ জন রয়েছে চাবাগান এলাকার।
এনিয়ে মাল পৌর এলাকায় সংক্রামিতের সংখ্যা দাড়ালো ২৮৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছে ২৩৩ জন। মারা গেছেন ৫ জন। এদিন মেটেলি ব্লকে ৫৬ জনের পরীক্ষা করা হলে সব রিপোর্ট নেগেটিভ আসে। নাগরাকাটা ব্লকে ১২৯ জনের পরীক্ষা করা হয় তারমধ্যে ১০ জনের সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্য দপ্তর থেকে জানাগেছে, এদিনের সংক্রমিতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সংক্রমণ বাড়লেও জনজীবন স্বাভাবিক ছিল।
