



#উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: আবহাওয়া অফিস থেকে আগেই দেওয়া হয়েছিলো অতিবাড়ি বৃষ্টিপাতের সূচনা, যার ফলে মুখ্যমন্ত্রীর একুশ তারিখের উত্তরবঙ্গের অনুষ্ঠান বাতিল ও করা হয়, অপরদিকে মঙ্গলবার রাত থেকে চলা অবিরাম বৃষ্টিতে ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভার পঁচিশ টি ওয়ার্ড এর মানুষ জলমগ্ন হয়ে পরেছে, গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি পাতের পরিমাণ ১৭৭.৪০মিলিমিটার, বলে বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানাগেছে, অপরদিকে ডুয়ার্সের বিভিন্ন নদী গুলোতেও অতিবৃষ্টি পাতের ফলে জল বাড়তে শুরু করেছে, বলে সূত্রের খবর।
