



মালবাজারঃ বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ গত তিনদিন ধরে ডুয়ার্সের লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টে রয়েছেন। কর্মীরা আসা যাওয়া করছে। কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে তার সময় চলছে। শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি রিসোর্ট সংলগ্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সময় তার পায়ে জুতো ছিল।
এতেই ক্ষোভ ও উষ্মা প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের অন্যতম নেত্রী মহুয়া গোপ বলেন, জাতীয় পতাকা আমাদের সবার উর্দ্ধে। পতাকাকে শ্রদ্ধার সাথে সন্মান জানিয়ে উত্তোলন করা উচিত। জুতো পায়ে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে উনি অসন্মান জানিয়েছেন।
ওনার মতো একজন নেতার পক্ষে এটা উচিত হয়নি। যারা জাতীয় পতাকাকে সন্মান জানাতে জানেননা তারা মানুষকে সন্মান করবেন কি ভাবে। উনি আছেন ঘুরছেন ফিরছেন ঠিক আছে। কিন্তু, এই ভুল কিভাবে করলেন? এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি ও অন্যান্যদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
