



#নিউজ বৃত্তান্তঃ উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে।বুধবার থেকেই দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি সহ দার্জিলিং ও কালিম্পংএর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একনাগাড়ে বৃষ্টির দরুন উত্তরবঙ্গের সব নদীতে জল বাড়ার সম্ভবনা রয়েছে।
