



#ইসলামপুর: ফের চুরির ঘটনা শহরে। চাঞ্চল্য এলাকায়। আতঙ্ক ব্যবসায়ীদের মধ্যে। এবার চুরির ঘটনা ইসলামপুর স্টেশন রোডের একটি ইলেকট্রনিক্সের দোকানে। দোকানের শাটার ভেঙে ফ্রিজ, এলইডি টিভি সহ বিভিন্ন মূল্যবান দ্রব্য চুরি যায় বলে অভিযোগ। দোকানের মালিক নারায়ন চন্দ্র রায় জানান, এদিন সকালে তার দোকানের শাটার ভাঙার খবর পেতেই ছুটে আসেন তিনি। এসে দেখতে পান শাটার ভেঙে চুরি গেছে দোকানের মূল্যবান সামগ্রী। ওই তালিকায় রয়েছে টিভি-ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য।
তিনি দোকানে এসে সিসিটিভির ফুটেজে দেখতে পান রাত তিনটার পর পাঁচ জনের একটি দল দোকানটির তালা ভেঙে ভেতরে ঢুকে এবং একটি বোলেরো গাড়ির সাহায্যে পরপর তিনবার দোকানের ওই জিনিস গুলো তুলে নেওয়া হয়। দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে এই প্রক্রিয়া। শহরের মূল এলাকায় পুলিশি টহল থাকলেও বারবার কেন এ ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী মহল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার ব্যবসায়ীরা। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে।
