



#ইসলামপুর: অবশেষে জামিনে মুক্তি পেলেন বিজেপির দুই নেতা। ইসলামপুর কোর্ট থেকে শুক্রবার চোপড়া কাণ্ডে গ্রেফতার হয়। বিগত দু মাস থেকে জেল হেফাজতে ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন ও জেলা সম্পাদক সুবোধ সরকার সহ অন্যান্য কার্যকর্তারা।
অবশেষে এদিন তাদের জামিন হলো। বিজেপির টাউন মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য জানান, তাদের এই দীর্ঘ কারাবাসে বিজেপি তাদের পাশে। আজকের এই জামিনের জন্য ইসলামপুর শহরের বিজেপি ল সেলকে ইসলামপুর শহর মন্ডলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।
