



#কলকাতাঃ মূর্তি ভাঙ্গার রাজনীতি শুরু করেছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে মূর্তি ভাঙ্গার রাজনীতি শেষ হবে। শনিবার কলকাতার কলেজ স্কোয়ারে এই কথা বলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল। বিশ্বভারতীতেও তাণ্ডব চালিয়েছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় আসলে সব তদন্ত করে বার করবে।
২০২১ এ ক্ষমতায় আসার পর তৃণমূলের উদ্দেশ্যে কালি ছিটাবে জনতা। এখন যত পারুক কালি ছিটানোর রাজনীতি করুক। আর বেশি দেরি নেই। মানুষ সবটাই বুঝতে পারছেন বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এরপরই লকেট চট্টোপাধ্যায় রাজ্যের শাসকদলের উদ্দেশ্যে বলেন সব কালি ছিটানোর তদন্ত হবে। পাঁচিল ভাঙার তদন্ত বিজেপি করবে। দোষীদের করা শাস্তি হবে বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।
