



#ইসলামপুর: অস্র আইনে ধৃত চোপড়া থানার পিয়াজপুকুরের আফাজুদ্দিন নামে এক দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার করলো আগ্নেয়াস্ত্র।তার বাড়িতে তল্লাশি চালিয়ে ওই ওয়ান শাটার টি উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে প্রকাশ। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, ওই দুষ্কৃতীকে সম্প্রতি একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ নিয়ে পরপর দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো তার কাছ থেকে। ধৃত দুস্কৃতী বিহার থেকে অস্ত্র নিয়ে ইসলামপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে জানিয়েছে পুলিশ।
