



#নদীয়াঃ এবার নদীয়া জেলার ১৮ টি ব্লকের মধ্যে ১২ টি ব্লক থেকে বিভিন্ন দলের শ্রমিক সংগঠন থেকে শ্রমিক কর্মচারীরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল ভবনে তাদের হতে দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান করালেন মহুয়া মিত্র, দোলা সেন ও ওমপ্রকাশ মিশ্র। এদের মধ্যে বেশিভাগ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে দাবি করেন তারা। প্রায় ৫০০ জন বিজেপি সিপিআইএম ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন।
