



#মালবাজার: গোপন সুত্রে খবর পেয়ে মাল থানার পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে ভেঙে দিল বেআইনি চোলাই তৈরির ঠেক। সোমবার সকালে পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা মাল ব্লকের ওয়াশাবাড়ি এলাকার কাঞ্চনবস্তি এবং ওদলাবাড়ি এলাকার দিলু বস্তিতে অভিযান চালায়।
ভেঙে দেয় মদ তৈরির উপকরণ। নষ্ট করে দেয় প্রচুর পরিমাণ চোলাই মদ। মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তী জানান, খবর পেয়ে আমরা যৌথ ভাবে অভিযান চালাই। নষ্ট করে দেওয়া হয় চোলাই মদ। মদ তৈরির তৈজসপত্র বাজায়াপ্ত করা হয়েছে।
