



#মালবাজার: মন্দিরে চুরিসহ, মন্দিরের গেট, স্টোর রুম ভেঙ্গে তছনছ করার অভিযোগ উঠলো দুস্কৃতীদের বিরুদ্ধে। মালবাজার ব্লকের ওদলাবাড়ি ঘীস নদী এলাকার জয় মা তারা কালী মন্দিরের ঘটনা। মন্দির কমেটির সেক্রেটারি দিলীপ চৌধুরী বলেন, রবিবার রাতে পুজো দিয়ে মন্দির তালা মেরে চলে যাই। সোমবার সকালে মন্দিরে এক কর্মি মন্দির পরিস্কার করতে এসে দেখেন মন্দিরের মেন গেট ভাঙ্গা। চুরি হয়ে গেছে জলের ট্যাঙ্ক। ভাংচুর করা হয়েছে জলের পাইপ লাইন। এছারা ষ্টোররুমের তালা ভেঙ্গে সব তছনছ করেছে। মন্দিরের ভেতরে ফুলের টব ভেঙ্গে দিয়েছে। বহু কিছু মন্দির থেকে চুরি হয়েছে।
খবর পাওয়া মাত্র ভক্তরা ছুটে আসে মন্দিরে। মন্দিরের চুরির এবং বহু জিনিস ভাংচুরের ঘটনায় হতবাক সবাই। এব্যাপারে মন্দির কমেটির পক্ষ থেকে মালবাজার থানায় অভিযোগ জানানো হবে বলে দিলীপ চৌধুরী জানানা। তিনি আরো বলেন এই নিয়ে বিগত বছরে এই মন্দিরে তিনবার চুরির ঘটনা ঘটছে কিন্তু কোনবারই চোরের হোদিস পাওয়া যায় নি। এই ভাবে চুরির ঘটনা এবং মন্দিরে বহু জিনিস ভাঙ্গার ঘটনায় ক্ষিপ্ত ও উদ্বিগ্ন সাধারন মানুষ। অবিলম্বে দোষীদের খুজে বের করে শাস্তির দাবি জানিয়েছে মন্দির কমিটি।
