



#রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের পথশিশুদের রেস্টুরেন্টে খাবারের আওয়োজন এবং তাদের হাতে খেলনা তুলে দিলো “ফিড দা নিড” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সচারাচর রাস্তায় ঘুরে বেড়ানো শিশুদের পক্ষে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়াটা সম্ভব হয় না তাই তাদের জন্য এই আয়োজন করা হয়েছিলো।
সংস্থার তরফ থেকে জানানো হয় শুভজিৎ সাহা নামে এক ব্যক্তি যার আজ জন্মদিন, তিনি বাচ্চাদের খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করে ফিড দা নিড-এর সঙ্গে যোগাযোগ করে। তারপরই সংস্থার তরফ থেকে এই আয়োজন করা হয়। এদিন রায়গঞ্জের একটি নাম করা রেস্তোরায় কেক কেটে শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে সংস্থার সদস্যরা প্রত্যেকেই খুশি হয়েছেন বলে জানান।
