News Britant

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ৩

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মঙ্গলবার দুপুরে নাগরাকাটা ব্লকের ডায়না নদীর কাছে ধরনীপুর চাবাগান সংলগ্ন জাতীয় সড়কে এক বোলেরো ও একটি ওয়াগনার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন জখম হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়  সুত্রে জানাগেছে, এদিন দুপুর ৩টা নাগাদ একটি বোলেরো গাড়ি চালিয়ে এক আরোহী নাগরাকাটার দিক থেকে বীরপাড়া অভিমুখে যাচ্ছিল। অপর দিকে বানারহাটের দিক থেকে একটি ওয়াগনার গাড়িতে চেপে দুই আরোহী নাগরাকাটা অভিমুখে আসছিল। ধরনীপুর চাবাগান সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুটি গাড়ি দুমড়ে যায়। দুর্ঘটনায় দুই গাড়িতে থাকা ৩ জন জখম হয়। স্থানীয় লোকজন দুর্ঘটনাগ্রস্তদের মধ্যে দুই জনকে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসে। বোলেরো গাড়ি চালককে বীরপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানান। জখমদের মধ্যে বোলেরো চালকের অবস্থা গুরুতর বলে জানাগেছে। দুর্ঘটনাগ্রস্তদের নাম জানা যায়নি। নাগরাকাটা থানার পুলিশ গাড়ি দুটিকে আটক করে জখমদের নাম ধাম জানার চেষ্টা করছে বলে পুলিশ সুত্রে খবর।

News Britant
Author: News Britant

Leave a Comment