News Britant

দীর্ঘ ২৮ বছর পর আজ বাবরি মসজিদ মামলার রায়দান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ বৃত্তান্তঃ দীর্ঘ ২৮ বছর পর বাবরি মসজিদ মামলার রায়দান হতে চলেছে। আজ সিবিআই-এর বিশেষ আদালতে এই মামলার রায়দান হবে। লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর যোশী, উমা ভারতী, সাক্ষী মহারাজ  সহ ৪৯ জন নেতার নাম রয়েছে অভিযুক্তের তালিকায়। যদিও মামলা চলাকালীন ১৭ জন অভিযুক্ত মারা যান যার মধ্যে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরেও ছিলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস হয়ে যায়।

সেই সময় অযোধ্যায় লালকৃষ্ণ আডবাণী, মরলিমনোহর যোশীরা উপস্থিত ছিলেন। যদি এই ঘটনায় ওঠা অভিযোগ লালকৃষ্ণ আডবাণীরা অস্বীকার করছে।  ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়। একটি বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ, অপরটি প্ররোচনার। ৩৫৪ জনের সাক্ষ্য নেওয়ার পর আজ রায়দান হবে এই ঐতিহাসিক মামলার।

News Britant
Author: News Britant

Leave a Comment