



#নিউজ বৃত্তান্ত: টলিউডে আবার করোনার থাবা। এর আগেও টলিউডে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক-সহ পরিবারের চার সদস্য। সম্প্রতি সংক্রমিত হন রাজ চক্রবর্তী। কোভিডকে হারিয়ে স্বাভাবিক জীবনেও ফিরেছেন প্রত্যেকে। এছাড়া টেলিভিশনের একাধিক অভিনেতাও সংক্রমিত হয়েছেন। এবার আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই মৃদু উপর্সগ দেখা দিয়েছিল তাঁর শরীরে। এতেই সন্দেহ দানা বাঁধে তাঁর মনে। সেই কারণে কোনওরকম ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান অভিনেতা। সোমবার রাতে রিপোর্ট এলে জানা যায়, তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। এরপরই হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সূত্রের খবর, সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তাঁরা কেউ-ই আক্রান্ত নন।
