



#ইসলামপুর: প্রাণি সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে চোপড়া ব্লকের কুমারটোল গ্রামে প্রাণী স্বাস্থ্য ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। চোপড়া ব্লকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতি মাসে নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী প্রাণী স্বাস্থ্য ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়ে থাকে। মূলত গ্রামীণ এলাকার হাঁস মুরগি গরু ছাগল সহ বিভিন্ন গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাদেরকে কৃমি, পরজীবী দমন এবং ভিটামিন ওষুধ দেওয়া হয়।
প্রাণিসম্পদ বিকাশ বিভাগের ডাক্তার প্রাণ কৃষ্ণ দাস জানান প্রত্যেক মাসে চোপড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে এই সচেতনতা শিবির আয়োজন করে হয়। গ্রামীণ এলাকার গবাদি পশুদের বিভিন্ন ধরনের রোগের হাত থেকে প্রাণীদের বাঁচানো তথা তাদের ঔষুধ প্রদান করা হয়। স্বাভাবিক ভাবেই এই ধরনের শিবিরের আয়োজন করায় খুশি আনন্দ বসুর মতো স্থানীয় বাসিন্দারা।
