News Britant

মালিকের জন্মদিনে শ্রমিকদের বোনাসের সাথে দেওয়া হলো পুজোর উপহার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: চা বাগানের মালিকের জন্মদিনে শ্রমিকদের বোনাস দেওয়া হলো। পাশাপাশি মালিকের জন্মদিন উপলক্ষে শ্রমিকদের পূজার উপহারও দেওয়া হলো। এই অভিনব উদ্যোগ নিয়েছে মেটেলি ইনডং চা বাগান কর্তৃপক্ষ। এদিন বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের পাশাপাশি মহিলা শ্রমিকদের শাড়ি ও পুরুষ শ্রমিকদের প্যান্ট ও শার্টের পিস দেওয়া হয়।

সকল শ্রমিককে দেওয়া হয় মিষ্টির প্যাকেটও। বুধবার বাগানের শ্রমিকদের বাগানের ফ্যাক্টরি থেকে নগদে বোনাসের টাকা দেওয়া হয়। বাগানের সুপারিটেন্ডেন্ট ম্যানেজার রজত দেব বলেন, আজ ইনডং চা বাগানের সি এম ডি হারিরাম গর্গ এর ৭৫ তম জন্মদিন। ওনার জন্মদিনেই আজ বাগানের শ্রমিকদের বোনাস দেওয়া হলো। পাশাপাশি মালিকের তরফে শ্রমিকদের উপহারও দেওয়া হয়।

বাগানের প্রায় ১৫ শত শ্রমিককেই এদিন বোনাসের পাশাপাশি উপহার দেওয়া হয়। এদিন বোনাস ও উপহার পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি শ্রমিকরা। একদিকে যখন বোনাসের সাথে উপহার পাচ্ছে ইন্ডং চা বাগানের শ্রমিকরা অন্যদিকে তখন বোনাস, গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা সহ অন্যান্য দাবিতে রাস্তায় নেমেছে সাইলি চাবাগানের শ্রমিকরা। ডুয়ার্সে বুধবার এই বিপরীত দৃশ্য দেখা গেল।

News Britant
Author: News Britant

Leave a Comment