



#ইসলামপুর: শিলিগুড়ির উত্তর কন্যা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে চোপড়ার রাস্তার শিল্যান্যাস হতেই সেখানে শুরু হয়ে গেল ওই প্রকল্পের উদ্বোধন এর কাজ। ওই ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের পাঁচটি রাস্তার জয়যাত্রা শুরু হল চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন সহ ব্লক, মহাকুমা স্তরের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে। বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবার পাশাপাশি এর সুন্দরভাবে বাস্তবায়নের কথা জানালেন তারা।
মহম্মদ আজাহার উদ্দিন বলেন, চোপড়া ব্লকের ঘিরনিগাঁও, দাসপাড়া, মাঝিয়ালী, সোনাপুর এবং হাপতিয়াগছ এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মাধ্যমে তৈরি হচ্ছে রাস্তা। আগামী পনেরো তারিখের মধ্যে একের পর এক রাস্তার প্রারম্ভিক কাজ শুরু হয়ে যাবে। চোপড়ায় মোট চুয়ান্ন টি রাস্তা তৈরি হচ্ছে। এলাকার বাসিন্দা মহম্মদ সাগীর এবং মহম্মদ শাজাদ আলী জানান ,গ্রামের ভেতর এত সুন্দর রাস্তা যা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন। গ্রামের লোক ওই রাস্তা দিয়ে ভালোভাবে যাতায়াত করতে পারবে। এটা ভাবতেই ভালো লাগছে তাদের।
