



#হেমতাবাদ: কুইন্টাল প্রতি ৫ থেকে ৭ কেজি ধলতা না দিলে কৃষকদের ধান কেনা হচ্ছে না সরকারি ধান ক্রয় কেন্দ্রে। ঘটনার প্রতিবাদে হেমতাবাদ কৃষক বাজারের সামনে বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে বিক্ষোভ দেখালো হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকার কৃষকেরা।
জানাগেছে, হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি মোড় এলাকায় কৃষক বাজারে সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধলতা নেওয়ার অভিযোগে কৃষক বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার দুপুরে। কুইন্টাল প্রতি ৫ থেকে ৭ কেজি করে ধলতা নেওয়া হচ্ছে এমনই অভিযোগ কৃষকদের৷ ঘটনার প্রতিবাদে ধান বিক্রি বন্ধ রেখে কৃষক বাজারের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা।
পরে হেমতাবাদ থানার পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয়। এলাকার কৃষক ইউসুফ আলী, আব্দুল রহমান বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী ধান ক্রয় কেন্দ্রে কোনো ধলতা নেওয়া যাবে না কৃষকদের কাছ থেকে। কিন্তু কৃষক বাজারে ধান দিতে আসলে ধলতা নেওয়া হচ্ছে৷ এই ভাবে ধলতা নেওয়া হলে কৃষকরা লাভের মুখ দেখতে পাবে না।
হেমতাবাদের বিডিও লক্ষ্মীকান্ত রায় বলেন, অভিযোগ শুনেছি, তদন্ত করে দেখা হচ্ছে কৃষকদের অভিযোগ। কৃষকদের কাছ থেকে ধলতা নেওয়ার কোনো নির্দেশ নেই। যারা ধলতা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
