



#ইসলামপুর: সমাজসেবার মধ্যে দিয়ে গান্ধী জয়ন্তী পালন করলো উই দা সিটিজেন্স নামক একটি সংস্থা। শুক্রবার স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়ে দীর্ঘদিন ধরে নোংরা হয়ে পরে থাকা ইসলামপুর কোর্ট ময়দান পরিষ্কার করে সংস্থার সদস্যরা।
এই মাঠে বহুদিন মানুষ শরীরচর্চা ও খেলাধুলা করতে আসতো। কিন্তু বহুদিন ধরে নোংরা হয়ে পরে থাকায় অসুবিধায় পড়েছিলেন তারা। এলাকার মানুষের কথা মাথায় রেখে গান্ধী জয়ন্তীর দিন উই দা সিটিজেন্স এর সদস্যরা নিজেরাই সেই মাঠ পরিস্কার করতে এগিয়ে আসে।
পাশাপাশি তারা এদিন ইসলামপুর ডরমেটোরিতে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছিল। স্থানীয় ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এলাকার যুবক যুবতীরা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। সংগৃহিত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানান উদ্যোক্তারা।
