



#কলকাতাঃ যোগীর প্রশাসন ভয় পেয়ে তৃণমূলের প্রতিনিধিদলকে আটকে আছে। শুক্রবার কলকাতায় এই ভাষাতেই উত্তরপ্রদেশ প্রশাসনের সমালোচনা করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যারা চুরি করে তারাই ভয় করে বলেও যোগীর প্রশাসনকে কটাক্ষ করলেন তিনি।
প্রসঙ্গত, এদিন উত্তরপ্রদেশের হাথরসে তৃণমূলের প্রতিনিধি দলকে আটকায় উত্তরপ্রদেশ পুলিশ। ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদারের মত তৃণমূল সাংসদের সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশ অগণতান্ত্রিক আচরণ করেছে। যোগী রাজ্যের পুলিশ গণতন্ত্র বোঝে না বলেই তৃণমূল সাংসদের হেনস্তা করেছে।
পাশাপাশি কৃষক মিছিল নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, দিলীপ ঘোষ সবকিছুতেই নাটক করেন। এদিনও বেলেঘাটায় নাটক করতে গেলে পুলিশ তার মিছিল আটকায় বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম।
