



#গোয়ালপখরঃ বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে এক ব্যক্তি পচগলা মৃতদেহ উদ্ধার। গত ১ জানুয়ারী থেকে নিখোঁজ থাকার পর মহম্মদ সামসুল (৩৯) নামে ঐ ব্যক্তির মৃত দেহ সর্ষে খেতে শনিবার পাওয়া যায়। মৃত ঐ ব্যক্তির বাড়ি গোয়ালপখরের খর্রাতে। পরিবার সূত্রে খবর, ২৯ দিন ধরে নিখোঁজ ছিলেন সমসুল।
এরপর শনিবার সন্ধ্যায় গ্রামবাসীরা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সর্ষে খেতে সামসুলের পচাগলা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় সঠিক পুলিশি তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার।
