News Britant

Wednesday, August 17, 2022

দোকানের ছাদ ভেঙ্গে দুই লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরি

Listen

#ইসলামপুর: দোকানের ছাদ ভেঙ্গে দুই লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরের ইসমাইল চক এলাকায়। রবিবার সকালে দোকান খুলতেই এই ঘটনা নজরে আসে দোকান মালিকের। সংশ্লিষ্ট বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

মোবাইলের ব্যবসায়ী তথা দোকানের মালিক জানান, শনিবার বাড়িতে একটি অনুষ্ঠান থাকার জন্য সন্ধ্যাবেলায় দোকান বন্ধ করে চলে যান তারা। সেখানে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ছিল।

দোকানের ছাদ ভেঙে নগদ টাকা সহ বেশ কিছু মোবাইল ও মূল্যবান সামগ্রী চুরি যায় বলে অভিযোগ তার। তবে বিষয়টি দুষ্কৃতীদের জানা ছিল  বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানিয়েছে।

News Britant
Author: News Britant

Leave a Comment