



#রায়গঞ্জঃ রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত প্রতিটি বাড়িতে ফুলের বাগান গড়া দরকার। মূলতঃ এই দাবি নিয়েই রবিবার দুপুরে রায়গঞ্জ শহরের বিবিডি মোড় এলাকায় ফুলের চারা গাছ বিতরণ করল বাগানবন্ধু নামের একটি সোশাল মিডিয়া গ্রুপের সদস্যরা। এভাবে বারবার শহরে ফুল ও ফলের চারা বিতরণ করায়, রায়গঞ্জ শহরে সবুজায়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ চিন্তকদের একাংশ।
চারা গাছ বিতরণ করতে গিয়ে বাগানবন্ধু গ্রুপের সদস্যা পারমিতা সাহা বলেন, ‘বাগানবন্ধু সোশাল গ্রুপের পক্ষ থেকে ‘সবার বাড়িতে বাগান’ তৈরি করার পরিকল্পনার অঙ্গ হিসেবে এদিন চারাগাছ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ এখানে পথচলতি মানুষের মধ্যে ফুলফোটা চারা গাছ বিতরণ করা হয়েছে। ভালোবাসার এই শহরে প্রত্যেকের বাড়িতে বাগান তৈরির জন্য বিনামূল্যে এই চারা গাছ বিতরণ করা হয়েছে।’
বাগানবন্ধু তাপস অধিকারী বলেন, ‘আমাদের সোশ্যাল গ্রুপ বাগানবন্ধুর পক্ষ থেকে এর আগেও শহরের প্রতি বাড়িতে ফল ও ফুলের চাষের প্রবনতা বৃদ্ধির জন্য চারাগাছ বিতরণ করা হয়েছে। এদিনও ফুল বা কুঁড়ি সহ চারাগাছ বিতরণ করা হয়েছে। এই চারাগাছ গুলো আমাদের গ্রুপের সদস্যরা নিজেদের বাড়িতে তৈরি করে নিয়ে এসেছেন।’ বাগানবন্ধু গ্রুপের সঞ্চিতা চৌধুরী, পাপড়ি ভৌমিকের মত সদস্যরা জানান, বেশ কয়েকমাস ধরে এই চারা গাছ বাড়িতে তৈরি করেছি।
আজ সবাই মিলে কমপক্ষে ৭০০টিরও বেশি ফুল ও ফলের গাছ নিয়ে এসেছে।আমাদের ইচ্ছে, সবার বাড়িতে ফল ও ফুলের চাষ করে, বাগান তৈরির মাধ্যমে এক ব্যতিক্রমী শহর হিসেবে রায়গঞ্জকে সকলের সামনে উপস্থাপন করতে চাই। এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন শহরের বিশিষ্ট পরিবেশ চিন্তক ত্রিদীপ্ত ঘোষ। তিনি বলেন, ‘একটা সামাজিক মাধ্যমের গ্রুপ এভাবে শহরকে নতুন রূপ দেওয়ার যে চেষ্টা করছেন, তার প্রশংসা করছি। এতে একদিকে যেমন সবুজায়ন ত্বরান্বিত হবে, পাশাপাশি প্রতি বাড়িতে রঙের মেলা দেখা যাবে।’
