



#রায়গঞ্জঃ রবিবার শেষ হল আনন্দ মার্গীদের বিশেষ যোগ শিবির। সংগঠনের পক্ষ থেকে দীপেশ পাল জানান, এদিন রায়গঞ্জ এফ.সি.আই মোড়ে অবস্থিত আনন্দমার্গ স্কুলে শেষ হলো আনন্দমার্গ প্রচারক সংঘের ত্রি দিবসীয় যোগ শিবির।
করোনা কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং মানুষের জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের লক্ষ্যেই এই ত্রি দিবসীয় যোগ শিবির আয়োজন করা হয়। এই যোগ শিবিরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তথা ক্লাস নেন সংগঠনের বরিষ্ঠ সন্ন্যাসী দাদা আচার্য কল্যানেশ্বরানন্দ অবধূত।
এবং আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, ডি.এস আচার্য নিত্যলীলানন্দ অবধূত। এই শিবিরে উত্তর দিনাজপুর জেলার ভুক্তি প্রধান নারায়ণ চন্দ্র পাল সহ প্রায় দুইশতাধিক আনন্দমার্গী উপস্থিত ছিলেন।
