



#রায়গঞ্জঃ রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া ইন্দ্র মোহন হাইস্কুলে কম্পিউটার ঘর থেকে অর্থ এবং জিনিসপত্র চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল ২ চোর। নৈশপ্রহরীর উপস্থিত বুদ্ধিতে পাকড়াও করা হয় ২ চোরকে। এরপর তাদেরকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ।
মাড়াইকুড়া ইন্দ্র মোহন হাইস্কুলের ভুগোল শিক্ষক বিশ্বজিৎ মন্ডল বলেন, স্কুলের নৈশপ্রহরী সমীর দাস রবিবার রাতে স্কুলে নৈশপাহারার সময় স্কুলের কম্পিউটার রুমে সন্দেহ জনক শব্দ শুনতে পান। ছুটে গিয়ে হাতেনাতে দুজনকে পাকড়াও করেন। ছুটে আসে গ্রামের বাসিন্দারা।
তাদের সহযোগিতায় চোর সন্দেহে অভিযুক্ত দুই নাবালককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।’ বিশ্বজিৎ বাবু জানান, এর আগেও আমাদের স্কুলে চুরি হয়েছে। নগদ অর্থ ও কম্পিউটারের জিনিসপত্র চুরি হয়েছে। পুলিশি সূত্রে জানা গেছে, আটক দুই নাবালককে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
