



#ইসলামপুর: সমাজ গড়ার কাজে কোমড় বেঁধে লেগেছেন এক দঙ্গল সমাজকর্মী। সেই মানবিক মুখগুলো এসে দাঁড়ালো দুঃস্থ শীতার্ত মানুষদের মধ্যে। বুধবার ইসলামপুর কৃষি বাজারে একাধিক দুঃস্থ মানুষ যাদের শীত কম্বল প্রয়োজন ছিল তাদের হাতে তুলে দেওয়া হয় সেসব।
ইসলামপুরের বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষরা সেখানে সমবেত হন। সংস্থার সম্পাদক পায়েল পাইন ও সভাপতি বিক্রম দাস জানান, তাদের এই সংস্থা ধারাবাহিক ভাবে সামাজিক কাজ করে যাচ্ছে।উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সঞ্জীব বাগচী, কবি নিশিকান্ত সিনহা, সাংবাদিক সুশান্ত নন্দী ও দীপঙ্কর দে প্রমুখ।
