



#বৃত্তান্ত ডেস্ক: বাগদেবীর আরাধনার দিনটিতেই কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হল চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর। এদিন আন্তরিকতার সঙ্গে উত্তর আয়োজিত চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর পরিচালনা করলেন সংস্থার কর্ণধার কৃষ্ণপদ বর্মন। এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শিব শংকর উপাধ্যায়।
বিশেষ অতিথি ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান নকুল সিংহ রায় কালিয়াগঞ্জ, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, প্রধান শিক্ষক মামন সাহা, সমাজবিদ সুরজিৎ সরকার, প্রাক্তন কাউন্সিলর ঈশ্বর রজক প্রমুখেরা। এই প্রদর্শনীতে উপস্থিত হয়ে শিল্পী শিবশঙ্কর উপাধ্যায় পৌর প্রধান কে অনুরোধ করেন এই ধরনের শিল্প কর্মের পাশে দাড়ানোর জন্য।
এছাড়াও কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচন এর মধ্যে সকলেই সময় বের করে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করায় খুশি প্রকাশ করেছেন চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর শিল্পী থেকে শুরু করে উপস্থিত ছাত্ররা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিল্পী কানাই সাহা।
