



#নিউজ ডেস্কঃ ৯২ বছর বয়সে থেমে গেল কোকিলকন্ঠীর আওয়াজ। প্রয়াত হলেন ভারতীয় সঙ্গীতের একচ্ছত্র সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গত ১১ জানুয়ারি কোভিড আক্রান্ত হন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হওয়ার পর নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন শিল্পী।
তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। হিন্দি ছবিতে তাঁর প্রথম গান ১৯৪৮ সালে ‘মজবুর’ ছবিতে। ১৯২৯ সালের ২৮ এক মারাঠি পরিবারে জন্ম নেন লতাজী।
যে বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করেছিলেন, তাঁকে হারান মাত্র ১৩ বছর বয়সে। ১৩ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া শুরু। তারপরের কাহিনী এক রূপকথার ইতিহাস। তাঁর মৃত্যুতে সুরজগতের এক অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
