



#মালবাজারঃ ডুয়ার্সের গুরুত্বপূর্ণ শহর মাল পৌর সভার নির্বাচনের দিন ঘোষিত হয়ে গেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন স্থির হয়েছে। শহরের মোট আসন ১৫টি। ওইদিন ২৮ টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে তৃনমুল কংগ্রেস থেকে প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গেছে। রবিবার ছুটির দিনে বিকাল ৪ টা নাগাদ বাম ফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষিত করলো।
৩ টি আসন বাদ দিয়ে ১২ জনের নাম ঘোষণা করলো প্রার্থী তালিকা অনুযায়ী দেখা গেছে ২ নম্বর কালিদাস দাস, ৪ নম্বর ওয়ার্ডে বাম সমর্থিত নির্দল মানিক পাল, ৫নম্বর ওয়ার্ডে সমীর সিংহ, ৬নম্বর ওয়ার্ডে ভদ্রীকা সুবেদী (আর এস পি)!
৭ নম্বর ওয়ার্ডে সুপ্রতিম সরকার, ৮ নম্বর ওয়ার্ডে হরেন্দ্র নাথ ঘোষ, ৯ নম্বর ওয়ার্ডে রুমি অধিকারী (বনিক), ১০ নম্বর ওয়ার্ডে সঞ্জয় পোদ্দার, ১১নম্বরে পার্থ দাস, ১২ নম্বর ওয়ার্ডে মহুয়ারানী ঘোষ, ১৪ নম্বর ওয়ার্ডে মুক্তি এক্কা, ১৫ নম্বর ওয়ার্ডে গৌতম দাস। ১, ৩, ১৩ নম্বরের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানাগেছে।
