



#রায়গঞ্জঃ রবিবার সকালে মাল্টি অরগান ফেল করে প্রয়াত হন ভারতরত্ন লতা মঙ্গেশকর। এদিন তাঁর স্মরণে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করল উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপোর কর্মীরা। উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, রায়গঞ্জ ডিপোর পক্ষে কৌশিক দে বলেন, আমরা সংস্থার কর্মীরা গতকাল সরস্বতী পুজো করেছি।
আজ মন্ডপে প্রতিমা ছিলই। কিন্তু সকালে প্রয়াত হন ভারতরত্ন লতা মঙ্গেশকর। তাই সারাদিন লতা মঙ্গেসকরের মঙ্গল দ্বীপ জ্বেলে এবং এ্যায় মেরে বতন গান চালানো হয়েছে। এরপর রাত ৮টায় সরস্বতী পুজো মন্ডপে লতাজীর স্মরণে মোমবাতি জ্বালানো হয়। এছাড়াও এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ ডিপোর কর্মীরা।
