



#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলায় যে কয়েকটি জোন রয়েছে, তার মধ্যে একটি হল রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র। আগামী ১২ই ফেব্রুয়ারী সংঘটিত হতে চলেছে এই বিজ্ঞান কেন্দ্রের সম্মেলন। সেই সম্মেলন সফল করতে এদিন শহরের বিভিন্ন জায়গায় পোষ্টারিং করতে দেখা গেল বিজ্ঞান কর্মীদের।
রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক কাঞ্ছিরাম রায় বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারী শনিবার বেলা ১টা থেকে রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের সভাকক্ষে আয়োজিত এই সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান কর্মী ড. অচিন্ত্য কুমার চ্যাটার্জী।
তাঁর আলোচনার বিষয় হবে ”Where we are’. এই আলোচনায় অংশ নেবে বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন স্কুলের সদস্যরা। এই কর্মসূচি সফল করতে এদিন শহরের বিভিন্ন জায়গায় পোষ্টারিং করতে দেখা গেল বিজ্ঞান কর্মী কাঞ্ছিরাম রায়, বিশ্বজিৎ গুহ, অনিরূদ্ধ সিনহাদের। তাদের দাবি, কুসংস্কার দূর করে আলোর পথ দেখাতে পারে বৈজ্ঞানিক যুক্তি ও দৃষ্টিভঙ্গী। সম্মেলনে এই বিষয়গুলোও আলোচিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন জেলা নেতৃত্ব প্রদীপ কুন্ডু। জেলা সম্মেলন হবে আগামী ২০শে ফেব্রুয়ারি।
