



#রায়গঞ্জঃ সামনে একুশের বিধানসভা ভোট আর এই একুশের ভোটে যুব তৃণমূলকে শক্তিশালী বানাতে তৃণমূল ময়দানে নেমে পড়েছে। আজ শনিবার কর্ণজোড়ায় জেলা পরিষদ ভবনে যুব তৃণমূলদের নিয়ে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, তৃণমূল জেলা সভাপতি কনাইয়ালাল আগরওয়াল ও জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল।
এই বর্ধিত সভা নিয়ে মন্ত্রী গোলাম রব্বানি জানান, আমদের প্রতিটি ব্লকে আড়াই থেকে তিন হাজার যুব যোদ্ধা থাকবে তারা তাদের দায়িত্বমত ব্লকের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেসের এই অভিযান চলছে।আশা করছি যুবরা যেভাবে এগিয়ে আসছে তাতে জেলায় ৯ টি বিধানসভা আসনই আমরা পাবো।
এদিন বিজেপিকে নিয়েও কটাক্ষ করেন মন্ত্রী, বতিনি বলেন একদিন বিজেপি দলটাই থাকবে না এমনকি নরেন্দ্র মোদি ও অমিত শাহ্কে গব্বরের সাথে তুলনা করেন। অন্যদিকে অনিল কাপুরের ‘নায়ক’ সিনেমায় অনিল কাপুরের চরিত্রটির মত মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বিভিন্ন জায়গায় কাজ করে চলেছেন বলে জানান মন্ত্রী গোলাম রব্বানি।
