



#হেমতাবাদেঃ বিজেপি শাসিত উত্তর প্রদেশের হাথরসে তরুণীকে ধর্ষণ করে হত্যার ঘটনার প্রতিবাদে হেমতাবাদে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার হেমতাবাদে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া একটি মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে।
পাশাপাশি ঘটনার প্রতিবাদে হেমতাবাদ বাজার এলাকায় একটি পথ সভাও করা হয়। তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়, দুই সহ সভাপতি মজুবুর রহমান দুলাল, মৃত্যুঞ্জয় দত্ত, প্রাক্তণ ব্লক সভাপতি প্রফুল্ল বর্মন সহ অনেকে উপস্থিত ছিলেন এদিনের মিছিলে।
