



#রায়গঞ্জঃ রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস অনুপস্থিত থাকবেন জানিয়ে, পরবর্তী কোনো সময়ে ডেপুটেশন জমা দেওয়ার জন্য বলা হলেও, শুক্রবার দুপুরে রায়গঞ্জ পৌরসভা অভিযান করল সিপিআইএমের যুব সংগঠন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের রায়গঞ্জ শহর লোকাল কমিটি। যদিও এমন ডেপুটেশনকে রাজনৈতিক অসৌজন্যতা মূলক বলে তুমুল সমালোচনা করেছেন রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস।
এদিন রায়গঞ্জ পৌরসভার সামনে দাঁড়িয়ে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন বলেন, ‘রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া, পৌর এলাকার উন্নত জলনিকাশী বন্দোবস্ত তৈরি করা, শহরের মাষ্টার প্ল্যান তৈরি করা, শহরের বাজার গুলোকে বিজ্ঞান সম্মত করণ ভাবে তৈরি করা, যানজট নিয়ন্ত্রণ করতে বাইপাস রাস্তা সহ রেললাইনে ফ্লাইওভার তৈরী, প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজন পোষণ, পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের অবিলম্বে পেনশন সহ বকেয়া প্রদান, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরন, পৌরসভার শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ সহ একাধিক দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।
কিন্তু এদিন রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রধান অনুপস্থিত ছিলেন। তার হয়ে ডেপুটেশন গ্রহণ করেন পৌরসভার বড়বাবু। সেই বড়বাবু আমাদের ডেপুটেশনের কোনো উত্তর দিতে পারেননি। ফলে আমরা আবারও পৌরসভা অভিযান করব এবং আরও শক্তিশালী ভাবে ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যদিও রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস জানান, আমাদের পৌর বোর্ডের মেয়াদ সাড়ে ৪ বছর হতে চলল। এতদিন তো এই ধরনের অভিযান চোখে পড়েনি। সামনে পৌর নির্বাচন আসছে দেখে, ওরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে।
সন্দীপ বিশ্বাস বলেন, ‘আমি যে আজকের তারিখে পৌরসভায় থাকতে পারব না, সেটা ২ তারিখে চিঠি দিয়ে ওদের জানানো হয়েছে। তারপরও আজকের ডেপুটেশন কর্মসূচি পালন করে ওরা রাজনৈতিক অসৌজন্য প্রকাশ করল। এটা সম্পূর্ণভাবে লোক দেখানো এবং রাজনৈতিক অভিসন্ধিমূলক। ওরা রায়গঞ্জের সাধারণ মানুষকে যদি বোকা ভেবে থাকে, তাহলে ভুল করবে। এতদিন ওরা কংগ্রেসের কাছে পর্যুদস্ত হত, গত নির্বাচনে তৃনমুলের কাছে পর্যুদস্ত হয়েছে, আগামী দিনে জেলা থেকে হারিয়ে যাওয়ার আগে একটু জ্বলে উঠে অস্তিত্ব প্রমাণ করছে।
পৌর এলাকার উন্নয়নে ওরা বিভ্রান্ত।’ এদিনের ডেপুটেশন কর্মসূচিতে DYFI এর পক্ষে অংশ নিয়েছিলেন DYFI এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন, রায়গঞ্জ শহর লোকাল কমিটির সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু, সভাপতি অয়ন চক্রবর্তী, জেলা কমিটির সদস্য মিঠু রায়, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রানেশ সরকার, ভারতের ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক কুষান ভৌমিক।
