



#ইটাহারঃ ১লা ফেব্রুয়ারী থেকে রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পৌর এলাকায় পূনরায় শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। শনিবার ইটাহার ব্লকের ইটাহার গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তৃতীয় ধাপের শেষ দিনের শিবির আয়োজন করা হল।
ব্লকের আধিকারিকেরা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় আবারও শুরু হয়েছে এই কর্মসূচি। লোক সঙ্গীতের মধ্যে দিয়ে এদিন জমে উঠে ইটাহার গ্রাম পঞ্চায়েতের শেষ দিনের পাড়ায় সমাধান শিবির। শিবিরে এদিন এলাকার সাধারণ মানুষরা তাদের এলাকার রাস্তা সারাই, বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা সহ বিভিন্ন সমস্যার কথা এই শিবিরে এসে জানান।
পাশাপশি এদিন পঞ্চায়েত কর্মীদের শিবেরে আগত বাসিন্দারের পরিসেবা দিতে দেখা যায় এদিন। রাজ্য সরকারের তরফে পাড়ায় পাড়ায় এই ধরনের শিবিরের আয়োজন করায় খুশি এলাকার সাধারণ মানুষরা। অন্যদিকে পাড়ায় সমাধান শিবিরে করোনা ভ্যাক্সিন প্রক্রিয়াও চলতে দেখা যায়। পাশাপাশি পাড়ায় সমাধান শিবিরে আগত সাধারণ মানুষদের উৎসাহ দিতে রাজ্য সরকারের তরফে লোক সঙ্গীতের আয়োজন করা হয়।
