



#মালবাজারঃ মালবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা ঝোড়ার পাশে রামকৃষ্ণ সারদা আশ্রম সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করলো মাল থানার পুলিশ। যুবকের বয়স আনুমানিক ৩০ বৎসর। জানাগেছে, বুধবার দুপুরে স্থানীয় লোকজন ওই মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বিকাল ৩টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা করছে। আরও জানাগেছে, মৃতদেহের প্যান্টের পকেটে নেশার সামগ্রী ছিল। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে।
